thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

২০১৮ নভেম্বর ১৭ ১৬:২৩:১৬
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ি সপ্তাহে (১১-১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের শেয়ার। গত সপ্তাহে এ খাতটির গড়ে প্রতিদিন ১২১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ি সপ্তাহে গড়ে ৮৯ কোটি ১২ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ এবং জ্বালানি খাত। আর ৮২ কোটি ৩৫ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত।

লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে- প্রকৌশল খাতে ৬৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া বিবিধ খাতে ৪২ কোটি ২৬ লাখ টাকা, ব্যাংক খাতে ২৬ কোটি ৬০ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ২২ কোটি ৫৫ লাখ টাকা, খাদ্য ও বিবিধ খাতে ১৮ কোটি ৩৮ লাখ টাকা, সিরামিক খাতে ১৭ কোটি ৮৯ লাখ টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী খাতে ১৭ কোটি ৩৯ লাখ টাকা, বীমা খাতে ১৪ কোটি ১৭ লাখ টাকা, ভ্রমন ও অবকাশ খাতে ১২ কোটি ১৮ লাখ টাকা, ট্যানারি খাতে ৯ কোটি ৮০ লাখ টাকা, সিমেন্ট খাতে ৬ কোটি ২৬ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ৫ কোটি ৬২ লাখ টাকা, পাট খাতে ৫ কোটি ১৩ লাখ টাকা, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৪ কোটি ১৭ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ২ কোটি ৮০ লাখ টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর