thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

টঙ্গীতে শত্রুতার জেরে কিশোর খুন

২০১৮ নভেম্বর ১৮ ০৯:৪৮:২৪
টঙ্গীতে শত্রুতার জেরে কিশোর খুন

গাজীপুর প্রতিনিধি : আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গাজীপুরের টঙ্গীতে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ হামলায় আরও ছয় জন আহত হয়েছেন।

শনিবার (১৭ নভেম্বর) রাতে পূর্ব আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজীব (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত হাবিবুর রহমান হাবিব (১৭) স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। সে কাঠের দোকানের কর্মচারী ছিল।

আহতরা হলেন, পূর্ব আরিচপুরের বাসিন্দা মো. হাসান (১৮), মো. মাহফুজ (১৪), রুহান (১৫), জিসান (১৫), ভুইয়া পাড়ার বাসিন্দা মো. সোহেল (১৬) এবং মধুমিতা রোডের হাফেজ আহমেদ বাবু (২৩)।

টঙ্গী (পূর্ব) থানার ওসি কামাল হোসেন জানান, আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাইবাজারের নদীবন্দর এলাকায় রাত পৌনে ৯টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হাসান ও তার লোকজনের ওপর অতর্কিতে হামলা চালায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে গুরুতর আহত হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ রাজীব নামের এক যুবককে আটক করেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর