thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

২০১৩ নভেম্বর ০৯ ১০:৫৪:২৩
মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দিরিপোর্ট২৪ ডেস্ক : মালদ্বীপে প্রেসিডেন্ট পদে স্থগিত পুনঃনির্বাচনের ভোটগ্রহণ চলছে।

দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তা আইশাথ রিমা জানান, ‘মালদ্বীপের মোট ৪৭৫ কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এছাড়া দেশের বাইরে থাকা নাগরিকরাও ভোট দিতে পারবেন।’

২০১২ সালে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যূত হওয়ার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতার বিরাজ করছে।

এর আগে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন দুইদফা স্থগিত হয়। গত ৭ সেপ্টেম্বর দেশটিতে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট নাশিদ ৪৫ শতাংশ ভোট পান। কিন্তু সরাসরি নির্বাচিত হতে তার প্রয়োজন ছিল ৫০ শতাংশ ভোট। মালদ্বীপের সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী যদি ৫০ শতাংশ ভোট না পায় তাহলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

তবে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কাছে প্রথম দফা নির্বাচনে পরাজিত এবং দ্বিতীয় দফায়ও পরাজিত হতে পারেন এমন দুই প্রার্থী শেষ মুহূর্তে ভুয়া ভোটার তালিকা ও কারচুপির অভিযোগে নির্বাচন অনুষ্ঠানকে চ্যালেঞ্জ করলে দেশটির সর্বোচ্চ আদালত প্রথম দফা নির্বাচন বাতিল করে দেয়।

সর্বোচ্চ আদালত নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয় এবং সে নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন ১৯ অক্টোবরকে ভোটগ্রহণের নতুন তারিখ হিসেবে ঘোষণা করে। নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে পুলিশ তা স্থগিত করে দেয়।

পরে নির্বাচনের প্রার্থীরা গত মাসে সমঝোতায় এসে ভোটার তালিকা অনুমোদন করলে ৯ নভেম্বর পুনরায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর