thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সিরাজগঞ্জে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

২০১৮ নভেম্বর ১৯ ১০:২০:৫৭
সিরাজগঞ্জে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কালিয়া হরিপুরে মনির তালুকদার নামের ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৮ নভেম্বর) রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির তালুকদার সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামের নজরুল তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে কালিয়া হরিপুর জমিদার বাড়িতে যাচ্ছিলেন মনির তালুকদার। তিনি কালিয়া হরিপুর রেললাইন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা অটোরিকশার যাত্রীদের নামিয়ে দিয়ে মনিরকে তুলে নিয়ে যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থনে ছুরিকাঘাত করে রেললাইনের ওপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর