thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

২০১৮ নভেম্বর ১৯ ১৬:৩৫:৫৯
সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ছয় বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির প্রাণদণ্ডের রায় দিয়েছে আদালত।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. মহির উদ্দিন (৪৬) উপজেলার কান্দাপাড়া গ্রামের আবু আক্কাছের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ১৯৯৭ সালে উপজেলার প্রাণনাথপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আম্বিয়া খাতুন ওরফে দুলিয়ার সঙ্গে মহির উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আম্বিায়াকে নির্যাতন করতেন মহির।

এর জেরে ২০১২ সালের ২৪ অক্টোবর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আম্বিয়ার গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন মহির।

এ ঘটনায় আম্বিয়ার ভাই সেরাজুল ইসলাম বাদী হয়ে মহিরের বিরদ্ধে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর