thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

২০১৮ নভেম্বর ২০ ০৯:২৯:১৫
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ নভেম্বর) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি শামছুল হক নমু মিয়ার সঙ্গে একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান ভূঁইয়ার উপজেলার বালিউড়া বাজারে একটি মাছের দরদাম নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে দু’পক্ষের কর্মী-সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের দোয়ারবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রজ্ঞন দাস সাংবাদিকদের জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর