thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

জাতীয় পার্টির প্রার্থীদের সাক্ষাৎকার চলছে

২০১৮ নভেম্বর ২০ ১১:৪৫:২৬
জাতীয় পার্টির প্রার্থীদের সাক্ষাৎকার চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (২০ নভেম্বর)।

গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এদিন বেলা সাড়ে ১১টার দিকে এ কার্যক্রম শুরু হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

সারা দেশের ৩০০ আসনে যারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, সবার সাক্ষাৎকার নেয়ার কথা। ইতিমধ্যে ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীরা এসে ভিড় করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে দুই হাজার ৮৬৫ নেতা জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন।

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড।

ইতিমধ্যে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা ইমানুয়েল কনভেনশন সেন্টারে এসে পৌঁছেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর