thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

গাজীপুরে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষ, চালক নিহত

২০১৮ নভেম্বর ২০ ১২:০১:৫৯
গাজীপুরে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষ, চালক নিহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপ চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার দক্ষিণপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সোহাগ (২৮)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সকালে পিকআপে মুরগি বোঝাই করে ঢাকা গিয়েছিলেন সোহাগ। ঢাকা থেকে ফেরার পথে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের পেছনে তার পিকআপের ধাক্কা লাগে। এতে তার পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সোহাগ মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।


তিনি বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর