thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মেহেরপুরে ডাকাতের বোমায় নিহত ১

২০১৩ নভেম্বর ০৯ ১১:০০:০৪
মেহেরপুরে ডাকাতের বোমায় নিহত ১

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে ডাকাত দল হানা দিয়ে টিক্কা মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করেছে। বোমার আঘাতে হাসমত উল্লাহ নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে ডাকাতি প্রতিরোধকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে হিজুলী গ্রামের রুহুল আমিনের বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে লুটপাট শুরু করে। প্রতিবেশীরা প্রতিরোধ গড়ে তুললে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে টিক্কা ও হাসমত মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় ডাকাত দলের সদস্যরা টিক্কাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গ্রামের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে রাত ৩টার দিকে টিক্কা মারা যান। হাসমতের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে রাত থেকেই অভিযান চলছে।

(দিরিপোর্ট২৪/এফএস/এএস/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর