thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

দর পতনের শীর্ষে গোল্ডেন হারভেস্ট এগ্রো

২০১৮ নভেম্বর ২০ ১৬:২২:১৩
দর পতনের শীর্ষে গোল্ডেন হারভেস্ট এগ্রো

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ।

এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক শুন্য এক শতাংশ বা ৩ টাকা ৭০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬১৩ বারে ৬ লাখ ৬৪ হাজার ২৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৬২ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৬ শতাংশ বা ৮ টাকা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬ হাজার ৪৪৩ বারে ৬৭ লাখ ৩৯ হাজার ৬০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১১ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ বা ১২ টাকা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৯৮ বারে ৭ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ফাইন ফুডস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, সোনালী আশঁ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ঝিল বাংলা সুগার মিলস, বিডিকম অনলাইন লিমিটেড।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর