thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

২০১৮ নভেম্বর ২০ ১৬:৩৮:৫৪
ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৪ লাখ ১৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানির ৩ কোটি ৬০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

গ্রমীণফোন ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৩ কোটি ৪১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড ১৩ লাখ ৫ হাজার, সিটি ব্যাংক ৬২ লাখ, এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেসমেন্ট লিমিটেড ১২ লাখ ৮৬ হাজার, ইফাদ অটোস ৩৭ লাখ ৯৫ হাজার, মার্কেন্টাইল ব্যাংক লিমেটেড ৫২ লাখ ৫১ হাজার, এম এল ডায়িং লিমিটেড ১৫ লাখ ৭৫ হাজার, ওয়ান ব্যাংক লিমিটেড ২১ লাখ, রেনেটা ২ কোটি ৫০ লাখ ৪০ হাজার, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২৯ লাখ, উত্তরা ব্যাংক ১ কোটি ৮ লাখ ৭৫ হাজার, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড ১ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর