thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে: কাদের

২০১৮ নভেম্বর ২০ ১৭:০৭:৪৩
শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ সংসদ নির্বাচনে শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে। চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দু’টি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া আরেকটি পীরগঞ্জ আসনে। দলের বাকি সবাই একটি আসনে নির্বাচন করবে। আমি এবার নোয়াখালী-৫ আসনে নির্বাচন করবো। মাশরাফি নড়াইল-২ আসনেই নির্বাচন করবে। ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। উনি এই আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন।’

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর