thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০১৮ নভেম্বর ২০ ১৮:৩১:৫৭
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: নরসিংদীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দুইটায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরের মাহামুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল করে দুই আরোহী মরজাল এলাকা থেকে ভৈরব যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর ভৈরব থানায় নেয়া হবে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর