thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

পানির দাবিতে ওয়াসার ২ কর্মকর্তাসহ ৬ জনকে অবরুদ্ধ

২০১৪ মার্চ ০৬ ২২:৫০:২৭
পানির দাবিতে ওয়াসার ২ কর্মকর্তাসহ ৬ জনকে অবরুদ্ধ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : পানি সরবরাহের দাবিতে চট্টগ্রাম ওয়াসার দুই কর্মকর্তাসহ ছয়জনকে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে নগরীর হালিশহর ‘এ’ ব্লকের বাসিন্দারা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার ওয়াসা কর্মকর্তা-কর্মচারীরা ওই এলাকা পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টায় পুলিশি হস্তক্ষেপে তারা মুক্তি পায়।

আটকেপড়া কর্মকর্তারা হলেন ওয়াসার মড-১ এর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মামুন। এছাড়া আটকে রাখা বাকি চারজন ওয়াসার লাইনম্যানসহ শ্রমিক।

নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানান, সন্ধ্যায় নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের নেতৃত্বে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা ‘এ’ ব্লক এলাকা পরিদর্শনে গেলে এলাকাবাসী জড়ো হয়ে তাদের আটকে রাখে।

এলাকাবাসীর অভিযোগ, গত ২৩ দিন ধরে হালিশহর ‘এ’ ব্লক এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী ওয়াসার মড-১ এর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানকে অবহিত করলেও তিনি কোন পদক্ষেপ নেননি।

(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/এনআই/মার্চ ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর