thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আলোকচিত্রী শহীদুল আলম মুক্তি পেয়েছেন

২০১৮ নভেম্বর ২০ ২১:০৩:৪৪
আলোকচিত্রী শহীদুল আলম মুক্তি পেয়েছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: আলোকচিত্রী শহীদুল আলম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতারের একশ’ সাত দিন পর মুক্তি পেলেন আলোকচিত্রী শহীদুল আলম।

মঙ্গলবার সকাল থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তার মুক্তির অপেক্ষায় ছিলেন স্বজনরা।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। এ ঘটনায় গত ৫ আগস্ট তথ্যপ্রযুক্তি আইনে রমনা থানায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গত ১ নভেম্বর শহীদুল আলমের জামিন বিষয়ে শুনানি করে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার হন শহীদুল আলম। সাতদিনের রিমান্ড শেষে নিম্ন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর