thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কারওয়ান বাজারের সবজির আড়তে আগুন

২০১৮ নভেম্বর ২১ ০৮:৫৮:৪০
কারওয়ান বাজারের সবজির আড়তে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারের সবজির আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তেই পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান।

বুধবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ভোর সোয়া ছয়টায় আগুন নেভানো সম্ভব হয়।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ না জানা গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, সোয়া ছয়টার দিকে সম্পূর্ণরুপে আগুন নেভানো সম্ভব হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর