thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

গাজীপুরে আগুনে পুড়লো বসতবাড়ি-গার্মেন্টস

২০১৮ নভেম্বর ২১ ১০:৫৯:১৯
গাজীপুরে আগুনে পুড়লো বসতবাড়ি-গার্মেন্টস

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার হরিণাচালা জেলাখানা রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২১ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, হরিণাচালা জেলাখানা রোড এলাকায় রিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের একটি বসতবাড়ির ১৫টি কক্ষ ও পোশাক তৈরির একটি মিনি গার্মেন্টসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি, কালিয়াকৈর ফায়ার সার্র্ভিসের দু’টি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুইঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই বসতবাড়ির ১৫টি কক্ষ ও আসবাবপত্র, মিনি গার্মেন্টেসের ১১টি মেশিন, ১৪টি রিকশা ও দু’টি জেনারেটর পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর