thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ৯

২০১৮ নভেম্বর ২১ ১১:০৬:৫৮
অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ৯

বেনাপোল প্রতিনিধি : অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২১ নভেম্বর ) সকাল ৮ টার সময় বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করা যায়নি।

আটকরা হলো হুমায়ুন (২৮),রানী বেগম(২৮),জায়গা বেগম (৩৫),রুমা খাতুন (৩০),শহিদুল শেখ(৩২),রিয়া খাতুন(৭),সাজ্জাদ হোসেন (১২),লিটন বর্মন(৩৮)ও পিন্টু সরকার (৩১)।এদের বাড়ি নোয়াখালী, চাঁদপুর, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন এলাকায়।

৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের দিকে যাচ্ছে। এরা আত্মীয়ের বাড়ি বেড়ানোর উদ্দেশে বিভিন্নভাবে অবৈধপথে ভারতে প্রবেশ করেছিল। আজ দেশে প্রবেশের পর তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর