thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

আ.লীগে যোগদানের অপেক্ষায় বিএনপির বহু নেতা-কর্মী : কাদের

২০১৮ নভেম্বর ২১ ১৫:১৭:৪৪
আ.লীগে যোগদানের অপেক্ষায় বিএনপির বহু নেতা-কর্মী : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির বহু নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষায় । একটু সবুজ সংকেত পেলেই তারা আওয়ামী লীগে যোগ দেবে- বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রীর ক্লিয়ারেন্স পেলে, নেত্রী একটু সবুজ সংকেত দিলেই আওয়ামী লীগে যোগ দিতে সারাদেশ থেকে বিএনপির বিপুল নেতা-কর্মীদের ঢল নামবে। এই ঢল মির্জা ফখরুল ইসলাম ঠেকাতে পারবেন না।

নির্বাচন কমিশনে বিএনপির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অভিযোগ আর নালিশ বিএনপির পুরনো অভ্যাস। এ কারণেই বিএনপিকে ‘নালিশ পার্টি’ বলে মানুষ। তাদের এ অভ্যাস ছাড়তে হবে। আর তাদের যদি কোনো অভিযোগ এবং নালিশ থাকে তাহলে প্রমাণ সহকারে উপস্থাপন করতে হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ২১,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর