thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

২০১৮ নভেম্বর ২২ ০৮:৫৫:৪৭
হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন- মো. হৃদয় (২৭) ও লাবু (২৯)।

বুধবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হৃদয় ও লাবু বংশালে একটি পার্সের পাশের দোকানে চাকরি করেন। হৃদয় শরীয়তপুর জেলার আবদুর রশিদের ছেলে। তিনি যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় থাকেন।

জানা যায়, হাতিরঝিল মহানগর প্রজেক্ট সংলগ্ন ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন হৃদয় ও লাবু। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে হৃদয় মোটরসাইকেল নিয়ে নিচে পড়ে যায়।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর