thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

৪ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

২০১৮ নভেম্বর ২২ ১২:৩৮:৪২
৪ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দ্য রিপোর্ট ডেস্ক :পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলোর অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, স্ট্যাইল ক্রাফট, ফাইন ফুডস ও নর্দার্ণ জুট লিমিটেড।

জানা গেছে, গত ২০ নভেম্বর কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইনফরমেশন সার্ভিসের শেয়ার দর গত ২৮ অক্টোবর ছিল ২৬ টাকা ১০ পয়সা। সর্বশেষ গত ২০ নভেম্বর কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৭০ পয়সা দরে লেনেদেন হয়।স্ট্যাইল ক্রাফটের শেয়ার দর গত ৫ নভেম্বর ছিল ৬৯৭ টাকা। ২০ নভেম্বর তা এক হাজার ২৮৭ টাকায় উন্নীত হয়।

এদিকে ফাইন ফুডসের শেয়ার দর গত ২৮ অক্টোবর ছিল ৩২ টাকা ৮০ পয়সা। ২০ নভেম্বর তা ৩৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয় একইভাবে নর্দার্ণ জুটের শেয়ার দর গত ২৩ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে।

আর কোম্পানিগুলোর এই অস্বাভাবিক দর বাড়ার কারণ অনুসন্ধান করতেই তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর