thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিএনপি নেতা মোশাররফের স্ত্রীর রিট খারিজ

২০১৮ নভেম্বর ২২ ১৭:৪৪:০১
বিএনপি নেতা মোশাররফের স্ত্রীর রিট খারিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আখতার হোসেনের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ খারিজ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

এরআগে, ৮ আগস্ট বিলকিস আখতার হোসেনকে সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ দেয় দুদক। সে নোটিশে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এরপর ওই রিটের শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর দুদকের নোটিশের বৈধতা নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এরপর ওই রুলের ওপর শুনানি নিয়ে আদালত বিলকিস আখতার হোসেনের আবেদন খারিজ করে দেন। এর ফলে তার সম্পত্তির হিসাব দাখিলসহ দুদকে হাজির হতে হবে। এতে তার বিরুদ্ধে মামলা দায়েরসহ তদন্তে আর কোনও বাধা রইলো না বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর