thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

টেকনাফে বস্তাভর্তি ইয়াবা উদ্ধার

২০১৮ নভেম্বর ২২ ১৮:১৩:৩৭
টেকনাফে বস্তাভর্তি ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন কোস্ট গার্ড সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়জুল ইসলাম মণ্ডল জানান, বৃহস্পতিবার সকালে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকছে, এমন খবর পেয়ে তার নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল দুপুরে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারকারীরা একটি বস্তা পানিতে ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করা হয়। সেই বস্তার ভেতর থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর