thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

'সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না'

২০১৮ নভেম্বর ২২ ২৩:৫৮:৩৭
'সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না'

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেছেন, নতুন নতুন ব্যাংক অনুমোদনের ফলে অর্থনীতিতে যেকোনো সময় ব্যাপক ধস নামতে পারে। এখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সরকারি কর্মকর্তারা আসন্ন নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

২২ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে বনানীর ফিউশন হান্টে সংবাদ সম্মেলনে অলি আহমদ এ কথা বলেন।

এলডিপির সভাপতি বলেন, ‘আগামী নির্বাচনে আমরা নির্বাচিত হলে সরকারি কর্মকর্তা যারা ১০ বছর সরকারকে টিকিয়ে রেখেছেন, তারা আসন্ন নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সকলের প্রতি সমান আচরণ করা হবে।’

‘যেসব সরকারি কর্মকর্তা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন বা পালনের জন্য প্রস্তত থাকতে হয়, তাদের জন্য বেতনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। পুলিশ বাহিনীর জন্য বিভিন্ন বিভাগীয় শহরে পৃথক হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। এতে করে তাদের সুচিকিৎসা নিশ্চিত হবে, তাদের মেধাবী ছেলে-মেয়েদের স্বল্প বেতনে ডাক্তারি পড়ার সুযোগ হবে।’

২০ দলীয় জোটের এ সমন্বয়ক বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সকল স্তরের সরকারি আধা সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মকর্তা/কর্মচারীরা দলীয় প্রভাবমুক্ত হয়ে নিজের বিবেকের তাড়নায় জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবেন। কোনো রাজনৈতিক দলের সেবাদাস হিসেবে দায়িত্ব পালন করা মনুষ্যত্বের কাজ হবে না।’

মনোনয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ হবে না। বরং যোগ্য ও জনগণের মনের মানুষদেরই নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন দেওয়া হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এর জন্য প্রয়োজন জনগণের সৎ সাহস এবং সচেতনতা।’

‘নতুন নতুন ব্যাংক অনুমোদনের ফলে অর্থনীতিতে যেকোনো সময় ব্যাপক ধস নামতে পারে। এখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আবদুল করিম আব্বাসী, আবদুল গনি, প্রফেসর আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ২২,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর