thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

২০১৪ মার্চ ০৭ ০১:২৭:৩৩
চট্টগ্রামে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলা পরিষদের জামায়াত সমর্থিত বর্তমান ভাইস-চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে একই দলের সমর্থনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন সাতকানিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।

সাতকানিয়া থানার ওসি খালেদ জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় সাতকানিয়া পুলিশ হাইকোর্ট এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করে।

তিনি লোহাগাড়ার চুনতী সীরাত মাহফিলে আওয়ামী লীগের সাংসদ আবু রেজা নদভীর ওপর হামলা, সম্প্রতি সাতকানিয়ার কাঞ্চনায় গুলি করে ও কুপিয়ে যুবলীগকর্মী হাসান হত্যাসহ বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত আসামি বলে ওসি জানান। এমপি নদভীর ওপর হামলা মামলায় তিনি জামিনে ছিলেন। হাসান হত্যা মামলায় আগাম জামিনের জন্য তিনি হাইকোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/এএল/মার্চ ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর