thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৮ নভেম্বর ২৩ ০৯:৩৩:১২
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনী প্রতিনিধি: জেলার সদর উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় শুক্রবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার কবির হোসেন ঘটনার বলেন, শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। নিহত দুজনকেই ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর