thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দ্বিতীয় দিনের খেলা শুরু

২০১৮ নভেম্বর ২৩ ০৯:৫৯:০৯
দ্বিতীয় দিনের খেলা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা।

শুক্রবার ব্যাট হাতে নেমেছেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। এই দুজনের ৯ম উইকেচট জুটি পঞ্চাশ অতিক্রম করেছে। এখন দেখার বিষয়, বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর এই দুজন কতদূর নিয়ে যেতে পারেন।

বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনশেষে টাইগারদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩১৫ রান। এদিন টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকান মুমিনুল হক। ১৩৭ বলে ৯ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নেওয়ার পর তিনি থামেন ১২০ রানে। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে।

আচমকা ১৩ রানের মধ্যে ফিরে যান শীর্ষ ৫ ব্যাটসম্যান মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং অধিনায়ক সাকিব আল হাসান। এমতাবস্থায় তিনশর নিচে অল-আউট হওয়ার শংকা তৈরি হয়। কিন্তু নবম উইকেটে অর্ধশতাধিক রানের জুটি গড়ে দলকে তিনশ পার করান তাইজুল এবং অভিষিক্ত নাঈম হাসান। প্রথম দিনে শ্যানন গ্যাব্রিয়েল নেন ৪ উইকেট।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর