thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩২৪ রান

২০১৮ নভেম্বর ২৩ ১০:১৩:০৭
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩২৪ রান

দ্য রিপোর্ট প্রতিবেদক: মুমিনুলের সেঞ্চুরি আর শেষটায় তাইজুল-নাঈমের দৃড়তায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিন শেষে ৩১৫ রান তোলে বাংলাদেশ।

এরপর দ্বিতীয় দিনের শুরুতেও ভালো শুরু করে দুই টেলেন্ডার। কিন্তু নাঈম হাসানের বিদায়ে ভাঙে তাদের জুটি। সর্বশেষ খবর পর্যন্ত আগের দিনের ৮ উইকেট নিয়ে ৩২৪ রান তুলেছে বাংলাদেশ।

আগের দিন অপরাজিত থাকা তাইজুল ৩৯ রানে ব্যাট করছেন। এছাড়া অভিষেক হওয়া নাঈম হাসান ২৬ রানে ফিরে যান। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন মুস্তাফিজুর রহমান।

এর আগে বাংলাদেশ দলের হয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১২০ রানের ইনিংস খেলেন মুমিনুল হক। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন তিনি। এছাড়া ইমরুল কায়েস ৪৪, সাকিব আল হাসান ৩৪ রান করেন। মোহাম্মদ মিঠুন খেলেন ২০ রানের ইনিংস।

একমাত্র মুনিনুল দলের হয়ে ভালো ব্যাটিং করেন। মুশফিক-মাহমুদুল্লাহ ক্রিজে এসে দাঁড়াতেই পারেননি। ওদিকে সাকিব-ইমরুলরা সেট হয়ে ফিরে যান। তবে শেষটায় তাইজুল-নাঈমের ৫০ ছাড়ালো নবম উইকেট জুটিতে তিনশ' ছাড়ায় বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর