thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

লালমনিরহাটে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

২০১৮ নভেম্বর ২৩ ১০:৫৮:৪৮
লালমনিরহাটে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি: জেলার সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বাস ধাক্কা দিলে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

লালমনিরহাট-রংপুর মহাসড়কের ফকিরের তকেয়া নামকস্থানে শুক্রবার সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের চালক আবুল কাশেম (৪৫) ও মোস্তাফিজুর (১০)।

নিহত বাসচালক আবুল কাশেমের বাড়ি রংপুর শহরের কোতোয়ালি এলাকায় বলে জানা গেছে।

লালমনিরহাটের ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী হক স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

এসময় ট্রাকের চালক কাশেম বিকল হয়ে যাওয়া ট্রাকটি মেরামত করছিল এবং পাশেই দাঁড়িয়ে ছিল মোস্তাফিজুর। পরে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর