thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনালে

২০১৮ নভেম্বর ২৩ ১১:৪৩:৪১
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনালে

দ্য রিপোর্ট ডেস্ক: নারী টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত এই নারী বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ক্যারিবিয়রা পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ার কাছে। অপর সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। ইংলিশরা উঠে গেছে ফাইনালে। আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে মুখোমুখি হবে দু'দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে অজি মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে অর্ধেক রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। মাত্র ৭১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়া জয় পায় ৭১ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে আলিসা হেলি ৪৬ রান করেন। মেঘ লেনিং করেন ৩১ রান। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের কেউ ২০ রানের কোটা পেরোতে পারেননি। দলটির হয়ে স্টিফেন টেইলর করেন সর্বোচ্চ ১৬ রান। অজিদের হয়ে এলস পেরি ২ রানে নেন ২ উইকেট। এছাড়া গার্ডনার ২০ রানে নেন ২ উইকেট।

অন্য সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের বিপক্ষে তিন বল থাকতে ১১২ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের ওই রান তুলতে কোন বেগ পেতে হয়নি। দেশটির নারী দল ১৭ বল হাতে থাকতে ৮ উইকেটের জয় তুলে নেয়। ইংল্যান্ডের হয়ে অ্যামি জোনস ৫৩ রান করেন। নাতালি করেন ৫২ রান। ভারতের হয়ে স্মৃতি ৩৪ এবং রদ্রিগেজ ২৬ রান করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর