thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মনোনয়ন প্রত্যাশীর লাশ উদ্ধার : ব্যবস্থা নেয়ার নির্দেশ সিইসির

২০১৮ নভেম্বর ২৩ ১৬:৫৩:৫৮
মনোনয়ন প্রত্যাশীর লাশ উদ্ধার : ব্যবস্থা নেয়ার নির্দেশ সিইসির

দ্য রিপোর্ট প্রতিবেদক: বুড়িগঙ্গা থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আবু বকরের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

আবু বকরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, পুলিশ ফৌজদারি মামলা করবে। আমরা কিছু করতে পারব না। কী ঘটনা ঘটেছে, সেটা তো জানি না। ক্রিমিনাল কেস হবে, ইনভেস্টিগেশন করবে পুলিশ।

তিনি বলেন, আবু বকরকে হত্যার ঘটনায় আইনগতভাবে পুলিশ দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে নেবে। এটা নির্দেশ থাকবে পুলিশের ওপরে।

যশোর জেলা বিএনপির সহসভাপতি কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু (৫৮) ঢাকায় এসে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পল্টনের এক হোটেল থেকে তিনি নিখোঁজের পর বৃহস্পতিবার কেরানিগঞ্জে বুড়িগঙ্গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গত বুধবার সকালে বিএনপি থেকে ইসিতে মনোনয়নপ্রত্যাশী গ্রেফতার হওয়া যে পাঁচ নেতার তালিকা দেওয়া হয়েছিল সেখানে আবু বকরের নাম ছিল।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বিষয়ে নুরুল হুদা বলেন, আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব, একেবারে সীমিত আকারে। বিষয়টি শনিবারের সভায় ঠিক হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর