thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন কারাগারে

২০১৮ নভেম্বর ২৩ ১৭:৩৮:০৭
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন কারাগারে

চাঁদপুর প্রতিনিধি: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলনের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার দুপুরে এহছানুল হক মিলনকে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সফিউল আজমের আদালতে হাজির করা হলে তিনি এই আদেশ দেন।

চাঁদপুরের বিভিন্ন থানা ও আদালতে মিলনের নামে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলায় মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মিলনকে আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে বন্দরনগরীর চকবাজার থানার চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামে একটি বাড়ি থেকে মিলনকে আটক করা হয়। ওই ভবনের চারতলার একটি ফ্ল্যাটে আত্মীয়ের বাসায় ছিলেন বিএনপির এই আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক।

চট্টগ্রাম ডিবি পুলিশের সহায়তায় চাঁদপুরের ডিবি পুলিশের একটি দল মিলনকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম থেকে সকালে মিলনকে চাঁদপুরে নেওয়া হয়। জেলা ডিবি কার্যালয়ে দুই ঘণ্টা রাখার পর সকাল পৌনে ১১টায় আদালতে নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর