thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

তিন কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৪

২০১৮ নভেম্বর ২৩ ২৩:৪২:৫২
তিন কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-২।

স্বর্ণের বারগুলোর বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

আটকরা হলেন- মো. লিটন হোসেন (৩০), মো. আমিনুর (২৩), মো. শাহ আলম (৩২) ও আয়শা বেগম (৪০)।

শুক্রবার রাতে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর মিডিয়া অফিসার এএসপি সাইফুল মালিক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালানকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

‘এ সময় তাদের কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন আনুমানিক ৭ কেজি এবং বাজারমূল্য দুই কোটি ৯৫ লাখ টাকা।’

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, তারা স্বর্ণের বারগুলো নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। সেখান থেকে স্বর্ণগুলো ভারতে পাচারের কথা ছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ২৩,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর