thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নির্বাচনকে ঘিরে নাশকতার আশংকা

২০১৮ নভেম্বর ২৪ ০৯:২৬:১২
নির্বাচনকে ঘিরে নাশকতার আশংকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় নির্বাচন সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিসংগঠনগুলোর নানামুখী অপতৎপরতার আলামত মিলেছে। এ সময়ের মধ্যে হামলা-নাশকতার পরিকল্পনার ছক আকছে জঙ্গিরা। এসব লক্ষ্যে দেশি জঙ্গিরা আবারও সংগঠিত হচ্ছে; আর তাদের পৃষ্ঠপোষকতায় তৎপরতা বৃদ্ধি করেছে পালিয়ে বিদেশে অবস্থানকারী জঙ্গিরা।

দেশি জঙ্গিদের কাছে বিদেশ থেকে অর্থের জোগান দেওয়া হচ্ছে বলেও তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হয়ে উঠছে জঙ্গিরা। নির্বাচনের অগে বা পরে দেশে বড় ধরনের হামলার পরিকল্পনা রয়েছে তাদের।

র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক (ডিআইজি) বলেন, ৩ মাসে পুলিশ-র‌্যাব একাধিক জঙ্গি হামলার পরিকল্পনা নসাৎ করেছে।

রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে র‌্যাব ও পুলিশের হাতে জেএমবি, আল্লাহর দল ও আনসারুল্লাহ বাংলা টিমের ৫০ সদস্য গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, জেহাদি তৎপরতার বইপত্র ও জঙ্গি হামলার রণকৌশলের দিকনির্দেশনাসংক্রান্ত নথিপত্র।

রংপুর বিভাগে জঙ্গি তৎপরতার সবচেয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে আছে লালমনিরহাট। র‌্যাব-১৩ সদস্যরা গত ৩ মাসে জেলা সদর, কালীগঞ্জ ও পাটগ্রাম থেকে ২৭ জঙ্গিকে গ্রেফতার করে।

একজনকে গ্রেফতার করা হয় সাভারের পিএটিসি (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার) থেকে।

জেএমবির এ সদস্য অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। তার নাম গোলাম রব্বানি। বাড়ি রংপুরের গঙ্গাচড়ার কুড়িবিশ্যা গ্রামে। বড় ধরনের জঙ্গি হামলার পরিকল্পনা ছিল তার।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গিরা সংগঠিত হচ্ছে। রংপুর বিভাগের যে সব জঙ্গি আটক হয়েছে তারা খুবই শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে। বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এর আগেই র‌্যাবের জালে ধরা পড়ে যায় তারা।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, জঙ্গিরা গোপনে অর্থ ও নবীন সদস্য সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছে।

র‌্যাব ও পুলিশের গোয়েন্দা ইউনিটগুলো জানিয়েছে, ৩টি সংগঠনের প্রায় শতাধিক সদস্য জঙ্গি তৎপরতা শুরু করেছে।

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আহসান হাবীব জানান, বৃহস্পতিবার দিনাজপুর ও লালমনিরহাটে জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্য গ্রেফতার হয়েছে।

এ সময় মোবাইলে সংরক্ষিত জঙ্গি সংগঠনের বিভিন্ন ম্যাগাজিন ও উগ্র জঙ্গিবাদী ভিডিও ক্লিপ উদ্ধার করেছে র‌্যাব।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন সিকদারহাট এলাকায় অভিযান চালিয়ে জেএমবি নেতা আবদুর রশিদকে (৪৮) গ্রেফতার করা হয়। তিনি কোতোয়ালি থানাধীন সৈয়দপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার কাছ থেকে মোবাইলে সংরক্ষিত জঙ্গি সংগঠনের বিভিন্ন ম্যাগাজিন ও উগ্র জঙ্গিবাদী ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়। আবদুর রশিদ জঙ্গি সংক্রান্ত মামলায় ৭ বছর কারাভোগ শেষে বেরিয়ে পুনরায় একই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কার্যক্রম চালাচ্ছিল।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর