thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজবাড়ীতে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

২০১৮ নভেম্বর ২৪ ১১:১১:১৬
রাজবাড়ীতে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক বৃদ্ধাকে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার মোহনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম নুরজাহান (৭০)। তিনি ওই গ্রামের মৃত বেলায়েত শেখের স্ত্রী।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, নিহত নুরজাহানের বড় ছেলে আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে সপরিবারে আমেরিকা প্রবাসী। তিনি ছোট ছেলে বারেক শেখের সঙ্গে মোহনপুর গ্রামে থাকতেন।

বারেক শেখের বরাত দিয়ে ওসি আরও জানান, বৃদ্ধা নুরজাহান ও তার নাতনি একসঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিলেন। বয়স হওয়ায় তিনি ঘরের দরজা খোলা রেখেই ঘুমাতেন। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশে ক্ষেতে ফুলকপি কাটতে যান বারেক শেখ। প্রায় আধা ঘণ্টা পর খবর পান তার মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তারা ছুটে আসেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রাথমিকভাবে তারা কিছুই ধারণা করতে পারছেন না।

এ বিষয়ে বারেক শেখ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলায় ঘুরে ঢুকে তিন দফায় চারজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর