thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শহিদুল আলম হাসপাতালে 

২০১৮ নভেম্বর ২৪ ১৮:৫১:৫৮
শহিদুল আলম হাসপাতালে 

দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘ তিন মাস কারাভোগের পর মুক্তি পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। শনিবার (২৪ নভেম্বর) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্যজানিয়েছেন।

তিনি বলেছেন, প্রিয় বন্ধুরা, কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এটাই আমার প্রথম পোস্ট। এখন চিকিৎসার জন্য আমি হাসাপতালে এবং এখানে আরও কিছু দিন থাকতে হবে আমাকে।

চিকিৎসকরা সার্জারির পরামর্শ দিয়েছেন। আমি আবার লিখব সবকিছু ঠিক হওয়ার পর। সারা বিশ্বের আপনাদের সবার কাছে আমি ঋণী। আশ্চর্যজনকভাবে সমর্থন ও সহানুভূতি (আমার প্রতি) প্রকাশের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

আপনাদের প্রচেষ্টা আমাকে শুধু মুক্তই করেনি বরং সেটা ছিল কারাগার ভেদ করা এক আলো, যেখানে আমি আটকে ছিলাম। এটা বেশ উৎসাহজনক যে, বস্তুগতভাবে প্রতিষ্ঠান খুব শক্তিশালী হলেও আমরা সব বাধা অতিক্রম করতে পেরেছি। জনগণের শক্তি!

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর