thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

২০১৮ নভেম্বর ২৫ ০৮:৫৭:১২
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ খোকন আলী ওরফে হাতকাটা ঠান্ডু (৪৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।

শনিবার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাছির উদ্দিন জানান, ডাকাতদের দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে এমন খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাতকাটা ঠান্ডু ডাকাত। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এসময় ডাকাত দলের ছোড়া গুলিতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর