thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সমকামী বিয়ে প্রত্যাখ্যান করেছে তাইওয়ানিজরা

২০১৮ নভেম্বর ২৫ ১২:১২:৫৬
সমকামী বিয়ে প্রত্যাখ্যান করেছে তাইওয়ানিজরা

দ্য রিপোর্ট ডেস্ক : সমকামী বিয়ে প্রত্যাখ্যান করেছে তাইওয়ানের অধিবাসীরা। আদালতের রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা।

শনিবার (২৪ নভেম্বর)সমকামী বৈধতা নিয়ে আদালতের এক রায়ের বিপক্ষে গণভোট অনুষ্ঠিত হয়।

সে ভোটের ফলাফলে সমকামী বিয়ে বৈধতা পায়নি তাইওয়ানে।

উল্লেখ্য, ২০১৭ সালের মার্চে সমকামী বিয়ের পক্ষে রায় দিয়েছিল দেশটির সর্বোচ্চ আদালত। বেশ কয়েক বছর ধরে দেশটির এলজিবিটি কর্মীরা সমলিঙ্গের বিয়ের অধিকার চাচ্ছিল।

সে কারণে এ বিষয়ক নতুন একটি আইন পাস করতে সংসদকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।

কিন্তু দেশটির অধিকাংশ মানুষই এই আইন পাসের বিপক্ষে অবস্থান নিয়েছিল।

সে কারণেই এ বিষয়ে গণভোটের ব্যবস্থা করে দেশটির সরকার।

গণভোটে দেশটির জনগণের যে রায় প্রকাশ পেয়েছে তাহলো- দেশটির ৭৭ শতাংশ নারী ও পুরুষ পারস্পারিক বিয়েতে আগ্রহী।

যেখানে সমলিঙ্গের সঙ্গে বিয়ের ব্যাপারে অধিকাংশই না সূচক মত দিয়েছে।

তাইওয়ানের সাম্প্রতিক এক জরিপেও একই কথা বলছে যে, অধিকাংশ মানুষই সমকামী বিয়ের বিপক্ষে। তবে শনিবারের ওই ভোটের ফলে এই আইনে কী প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট নয়।

এই গণভোটের মাধ্যমে সমলিঙ্গের লোকজনকে আইনি সুরক্ষা দেয়া হতে পারে তবে তারা বিয়ের অনুমতি পাবেন না বলেই ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর