thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

দেশে চালু হচ্ছে অনলাইন ব্রোকারেজ হাউস

২০১৮ নভেম্বর ২৫ ১৩:৩৭:০৬
দেশে চালু হচ্ছে অনলাইন ব্রোকারেজ হাউস

দ্য রিপোর্ট ডেস্ক : থাকবে না কোনো অফিস, এমনকি অথরাইজড ট্রেডারও থাকবে না। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে শেয়ার ক্রয়-বিক্রয়, টাকা জমা দেওয়া-তোলা, স্টেটমেন্ট দেখা, মার্কেট অ্যানালিসিস সবই হবে অনলাইনে স্মার্ট ফোনে।

এমনই একটি অনলাইনভিত্তিক স্টক ব্রোকারেজ হাউস চালু করতে যাচ্ছে ‘০১ লিমিটেড’। এ ধরনের ধারণা বাংলাদেশে এই প্রথম বলে জানালেন সংশ্লিষ্টরা।

রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জিরোওয়ান লিমিটেডের ট্রেক লাইসেন্স হস্তান্তর করবেন এর উদ্যোক্তাদের কাছে। আগামী জানুয়ারি থেকে সিএসইতে লেনদেনের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। এর মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন আশা করছে কর্তৃপক্ষ।

২৪ ঘণ্টা ইনভেস্টর কোয়ার সার্ভিস চালু থাকবে অনলাইন টেক্সট, ভিডিও চ্যাট, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেইসবুক, ই-মেইল, ফোনকল ইত্যাদির মাধ্যমে। দেশীয় ডেভেলপারদের তৈরি করা সফটওয়্যারের মাধ্যমেই এর সব কাজ পরিচালিত হবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর