thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

অর্থমন্ত্রীর আসনে মনোনয়ন পেলেন ছোট ভাই মোমেন

২০১৮ নভেম্বর ২৫ ১৯:০৭:১৯
অর্থমন্ত্রীর আসনে মনোনয়ন পেলেন ছোট ভাই মোমেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেট-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে দেশের অন্যান্য আসনগুলোর সঙ্গে সিলেট-১ আসনেও প্রার্থী ঘোষণা করা হয়।

এই আসন থেকে এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

জানা গেছে, সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সিলেট-১ আসনে (সদর-সিটি কর্পোরেশন) দলীয় মনোনয়ন পান এ কে আবদুল মোমেন, সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ আসনে (জৈন্তাপুর-গোয়াইনঘাট-ফেঞ্চুগঞ্জ) ইমরান আহমদ, সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নূরুল ইসলাম নাহিদ।

এছাড়া সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। বর্তমানে এ দুটি আসনে জাতীয় পার্টির এমপি রয়েছেন। ধারণা করা হচ্ছে- আসন দুটি জাতীয় পার্টির প্রার্থীরা পাবেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর