thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে জেএমবির ইয়ুথ গ্রুপের ৮ সদস্য আটক

২০১৮ নভেম্বর ২৬ ১০:১৫:২৩
রাজধানীতে জেএমবির ইয়ুথ গ্রুপের ৮ সদস্য আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আট সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকরা জেএমবির রেডিক্যাল ইয়ুথ গ্রুপের সদস্য।

রোববার (২৫ নভেম্বর) দিনগত রাতে র‌্যাব-১ ও ২ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় আট সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর কারওয়ানবাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর