thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ড. কামালের সংবাদ সম্মেলন বিকালে

২০১৮ নভেম্বর ২৬ ১০:৫৬:১৫
ড. কামালের সংবাদ সম্মেলন বিকালে

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের পরিকল্পনা জানাতে সোমবার (২৬ ) ফের সংবাদ সম্মেলনে আসছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক গণমাদ্যমকে জানান, জাতীয় প্রেসক্লাবে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ড. কামাল আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

পথিক আরো বলেন, সংবাদ সম্মেলনে সম্প্রতি গণফোরামে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের কিছু মৌলিক পরিকল্পনা তুলে ধরবেন। কীভাবে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা যায় এবং বৈষম্য দূর করা যায়, রেজা কিবরিয়া সে সম্পর্কে কথা বলবেন।

নাম প্রকাশ না করার শর্তে গণফোরামের এক নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকজন নেতা সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেন।

এর আগে গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দলের পর্যবেক্ষণ তুলে ধরেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর