thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

লা লিগায় আবারো বার্সাকে হটিয়ে শীর্ষে সেভিয়া

২০১৮ নভেম্বর ২৬ ১১:১০:৫৬
লা লিগায় আবারো বার্সাকে হটিয়ে শীর্ষে সেভিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : স্প্যানিশ লা লিগায় আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সেভিয়া। আগের দিন স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট হারানোর সুযোগাটা ভালোই কাজে লাগিয়েছে দলটি। পয়েন্ট টেবিলের চূড়ায় উঠতে রিয়াল ভ্যালাদোলিদকে হারিয়েছে তারা।

শনিবার রাতে এইবারের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। একই রাতে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। তাদের এমন দুঃসময়ে রোববার রাতে ভ্যালাদোলিদকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই উঠে গিয়েছে সেভিয়া।

এস্তাদিও র‌্যামন সানচেজ পিজুয়ানে সেভিয়ার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আন্দ্রে সিলভা। ম্যাচের ৩০ মিনিটে এ গোলটি করেন পর্তুগিজ তারকা। লিগে এটা সিলভার চলতি লিগে এটি অষ্টম গোল।

এ জয়ে ১৩ ম্যাচ ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সেভিয়া। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা। আর ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রিয়াল মাদ্রিদ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর