thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ডিবিএ’র সভাপতি শাকিল রিজভী, সিনিয়র সহ-সভাপতি শরিফ আনোয়ার

২০১৮ নভেম্বর ২৬ ১১:৩০:১৩
ডিবিএ’র সভাপতি শাকিল রিজভী, সিনিয়র সহ-সভাপতি শরিফ আনোয়ার

দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ অ্যাসেসিয়েশন (ডিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী। আর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এমডি শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আনোয়ার হোসেন ও সহ-সভাপতি হয়েছেন গ্লোবাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও ।

রোববার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় তারা নির্বাচিত হয়েছেন।

ডিএসই সূত্র মতে, শাকিল রিজভী ডিএসই ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক হওয়ার পর ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি দুই মেয়াদে টার বছর ডিএসইর পরিচালক ছিলেন। তার আগে ২০১০ সালের ২৭ মার্চ থেকে ২০১২ সালের ১৫ মার্চ পর্যন্ত ডিএসইর সভাপতি,২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ২৭ মার্চ পর্যন্ত সহ-সভাপতি, ২০০৪ সালের ৩ মার্চ থেকে ২০০৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পরিচালক হিসেবে ডিএসইতে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ১৫ জন পরিচালক নির্বাচনের জন্য গত ২৯ আগস্ট ডিবিএ’র ৪৮তম বোর্ড সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন ১৬ সেপ্টেম্বর নির্বাচনের সিডিউল ঘোষণা করেন। নির্বাচনী সিডিউল অনুযায়ী ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করেন। ১৫ জনের বাড়তি কোনো প্রার্থী না থাকায় কমিশন বিনা প্রতিদ্বন্ধিতায় ১৫জন পরিচালককে নির্বাচিত করে।

নির্বাচিতরা হলেন-ডেল্টা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ রহমান, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, রেমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কলসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজ কামাল, এরাইজ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, এক্সপো ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, এমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক উমর হালদার খান, রাসটি সিকিউরিটিজ কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেদোয়ানুল ইসলাম, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, ইউনিক্যাপ সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি উল ইসলাম, এমডি শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আনোয়ার হোসেন, গ্লোবাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শাজেদুল ইসলাম।

নির্বাচনে এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং মাইকা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এ মনিরুজ্জামান ও মুর্শেদ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আজিজুর রহমানকে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর