thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নোয়াখালীতে ব্যারিস্টার মওদুদকে সংবর্ধনা

২০১৮ নভেম্বর ২৬ ১৮:১৫:২৮
নোয়াখালীতে ব্যারিস্টার মওদুদকে সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি: জেলার কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার নিজের নির্বাচনী এলাকা বসুরহাট ও কবিরহাট উপজেলায় ব্যারিস্টার মওদুদকে এ সংবর্ধনা দেন হাজারো নেতাকর্মী।

বেলা সাড়ে ১১টার দিকে ব্যারিস্টার মওদুদ আহমদ গাড়িতে করে নির্বাচনী এলাকা ঘুরে দেখেন। ওই সময় রাস্তার দুপাশে অপেক্ষমাণ নেতাকর্মীদের সঙ্গে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। আর নেতাকর্মীরা এ সময় স্লোগান দিতে থাকেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাসনা জসিম উদ্দিন মওদুদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম, জ্যেষ্ঠ সহসভাপতি নাজমুল হুদা ফরহাদ, সাধারণ সম্পাদক কামরুল হুদা লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে ব্যারিস্টার মওদুদ আহমদ একাধিকবার তাঁর নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ-কবিরহাটে আসার চেষ্টা করেন। কিন্তু প্রতিপক্ষের তীব্র বাধার মুখে ফেরত যেতে হয় তাঁকে।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ নির্বাচনী এলাকায় আসেন মওদুদ। পরে নেতাকর্মীদের পক্ষ থেকে এই সংবর্ধনা পান তিনি।

কোম্পানীগঞ্জ ও কবিরহাট আসনে মওদুদ মনোনয়নপত্র দাখিল করবেন বলে নেতাকর্মীদের জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর