thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

টেকনোক্র্যাট মন্ত্রীদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

২০১৮ নভেম্বর ২৬ ১৯:০৯:০৪
টেকনোক্র্যাট মন্ত্রীদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদ শূন্য ঘোষণার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চার মন্ত্রীর বিষয়ে সচিব বলেন, ‘এ বিষয়ে আগাম কিছু বলার এখতিয়ার আমার নেই। তাঁদের পদ শূন্য ঘোষণার বিষয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ৬ নভেম্বর টেকনোক্র্যাট কোটায় নিযুক্ত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম পদত্যাগ করেন। ওইদিনই মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাদের চারজনকে পদত্যাগ করার নির্দেশ দেন বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন। পরের মন্ত্রিসভার বৈঠকে তাঁরা যোগ দিলে এ নিয়ে প্রশ্ন উঠে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখনো তাঁদের পদশূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়নি। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাদের দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর