thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ফেনী ৩ আসনে মনোনয়ন পেলেন আব্দুল আওয়াল মিন্টু

২০১৮ নভেম্বর ২৬ ১৯:৩৮:২২
ফেনী ৩ আসনে মনোনয়ন পেলেন আব্দুল আওয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী ৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সোমবার (২৬ নভেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কাছ থেকে তিনি এ মনোনয়নের চিঠি গ্রহণ করেন।

ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজি ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু দলীয় মনোয়ন পাওয়ায় আসনটিতে বিএনপির প্রার্থীরা ১৯৯১ সালে থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব কয়টি নির্বাচনে ধারাবাহিকভাবে বিজয়ী হয়েছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি বর্জন করায় স্বতন্ত্র প্রার্থী জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি রহিম উল্লাহ এ আসনে এমপি নির্বাচিত হন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এ আসনে দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সোনাগাজী উপজেলায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ভোটার দুই লাখ ৮২ হাজার ৭৮ জন। এরমধ্যে সোনাগাজীতে এক লাখ ৪৩ হাজার ১৬ জন এবং দাগনভূঞায় এক লাখ ৩৯ হাজার ৬২ জন ভোটার রয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এনটি/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর