thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

২০১৮ নভেম্বর ২৭ ০৮:২৭:২২
কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৫) মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর শামবকসি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন শামবকসি এলাকার আবু মহসিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। রাত ৯টায় নিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ দেলোয়ারকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, দেলোয়ারের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর