thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে তুচ্ছ ঘটনায় যুবক খুন

২০১৮ নভেম্বর ২৭ ১২:২৫:৪৩
রাজধানীতে তুচ্ছ ঘটনায় যুবক খুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় ইমাম হোসেন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে পশ্চিম রাজাবাজার এলাকার ৫৮/৪ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে আসে পুলিশ।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জি জি বিশ্বাস জানান, সোমবার দিবাগত রাতে পশ্চিম রাজাবাজার এলাকার ৫৮/৪ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

হাসপাতালে নিহত ইমামের সহকর্মী কার্তিক লোধ সাংবাদিকদের জানান, মেডিক্যাল সরঞ্জামাদি সরবরাহ কোম্পানিতে চাকরি করেন ইমাম ও তার বন্ধু সাজ্জাদ। কোম্পানির পক্ষ থেকে ঠিক করে দেওয়া বাসায় থাকেন তারা।

গত রাতে তুচ্ছ বিষয় নিয়ে ইমামের সঙ্গে সাজ্জাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে ইমাম অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে সাজ্জাদ পলাতক রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর