thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

নারায়ণগঞ্জে ডাকাতের গুলিতে কিশোরের মৃত্যু, আহত ৫

২০১৩ নভেম্বর ০৯ ১১:৪৯:১১
নারায়ণগঞ্জে ডাকাতের গুলিতে কিশোরের মৃত্যু, আহত ৫

নারায়ণগঞ্জ সংবাদদাতা : জেলার বদনগঞ্জের শান্তিনগর এলাকায় সালমান (১৩) নামে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। এ সময় কুপিয়ে ও গুলি করে আহত করেছে আরো পাঁচ জনকে। ময়দামিলের কর্মচারী জামাল উদ্দিনের বাড়িতে শনিবার ভোরে ডাকাতির এ ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, জমি কেনার জন্য ঘরে দু’লাখ টাকা ছিল। ওই টাকার উদ্দেশ্যেই ডাকাতরা এসেছিল।

পুলিশ জানায়, ইঞ্জিনচালিত নৌকায় ১০-১২ জন সশস্ত্র ডাকাত জামাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। বাড়ির সদস্যরা ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে তারা মা-বাবার সামনেই সালমানকে গুলি করে হত্যা করে।

এসময় গুলি করে ও কুপিয়ে আহত করে একই পরিবারের মুন্না (২৬), আমেনা বেগম (৫৫), সাইফুল ইসলাম (২৫) ও ইকবাল হোসেনসহ (৩১) আরো পাঁচজনকে।

আহতদের মধ্যে মুন্না ও আমেনা বেগমের অবস্থা গুরুতর। আহতদের নারায়ণগঞ্জ ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সালমানের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএইচও/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর